বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দক্ষিণ চীন সাগর সংকটে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বিরক্ত বেইজিং

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোনো নাক গলানো ছাড়াই সমস্যার সঠিক সমাধান করতে চায় চীন
ইনকিলাব ডেস্ক : বিতর্কিত দক্ষিণ চীন সাগর বিষয় থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি সতর্কতা জানিয়ে চীন বলেছে, কোনও হস্তক্ষেপ ছাড়াই চীন এ সমস্যার সঠিক সমাধান করতে চায়। এই এলাকায় যুক্তরাষ্ট্রের তৎপরতা চীনের জন্য বিরক্তিকর বলেও মন্তব্য করা হয়। প্রসঙ্গত, এ নৌসীমার একটি দ্বীপে স্থায়ী স্থাপত্য নির্মাণে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযোগ উত্থাপন করার পরই এ সতর্কতার কথা জানালো বেইজিং। বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ চীন সাগর নিয়ে যে সংকট চলছে তা সমাধানের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। এজন্য বেইজিং চায় এ বিতর্ক থেকে যুক্তরাষ্ট্র দূরে থাকুক এবং যেন কোনও হস্তক্ষেপ না করে। লাওসে আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্যদের সঙ্গে মিলে কোনও হস্তক্ষেপ ছাড়াই চীন এ সমস্যার সঠিক সমাধান করতে চায়। প্রধানমন্ত্রী লি কেকিয়াং হস্তেক্ষেপের বিষয়ে সরাসরি কোনও দেশের নাম উল্লেখ না করলেও এটা স্পষ্ট যে তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেই কথাটি বলেছেন। কারণ আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ চীন সাগর নিয়ে কথা বলেন। ওবামা বলেছিলেন, জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের দেওয়া রায়ে এ নৌসীমার বিরোধ নিষ্পত্তি ও মালিকানা নিশ্চিত করেছে। ওই রায়ে বলা হয়েছিল, দক্ষিণ চীন সাগরে চীনের কোনও ঐতিহাসিক দাবি নেই। আসিয়ান বৈঠকে চীন বলেছে, দক্ষিণ চীন সাগর এলাকায় আমরা মার্কিন উপস্থিতির বিষয়টি নজরদারি করছি এবং তাদের তৎপরতা চীনের জন্য বিরক্তিকর। এর আগেও এই ইস্যুতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে চীন অভিযোগ করেছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন