বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যারা জ্বালাও পোড়াও করে তারা এখনো সক্রিয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ২০১৩ ও ১৪ সালে যারা জ্বালাও পোড়াও করেছে সে শক্তি এখনও সক্রিয় আছে। এদের প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের বিকল্প কোন পথ নেই। গতকাল সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। ক্ষতিগ্রস্ত রেল স্টেশনসহ সবকিছু ঠিকঠাক করতে ৫/৬ মাস সময়ের প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। এছাড়াও হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান। পরে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলার শিকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিবসহ ঊধ্বতর্ন কমর্মকর্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন