মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শরীয়তপুরের ৫০ গ্রামের মানুষ রোজা পালন শুরু করেছেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ৯:৫২ এএম

বাংলাদেশের কিছু এলাকায় সউদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন শুরু করেছেন স্থানীয়রা।

সউদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মঙ্গলবার (১৩ এপ্রিল) রোজা পালন করবেন শরীয়তপুরের ৫০ গ্রামের মানুষ।

শরীয়তপুরে সুরেশ্বর দরবার শরিফের অনুসারী ৫০টির অধিক গ্রামের মানুষ সোমবার তারাবির নামাজ আদায় করেছেন বলে জানান সুরেশ্বর দরবার শরিফের পীর সৈয়দ শাহ্ সূফী বেলাল নূরী সুরেশ্বরী।

তিনি জানান, মঙ্গলবার থেকে সউদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা শুরু করব। সোমবার তারাবি নামাজ আদায় করেছি আমরা। প্রতি বছর আমরা সউদি আরবের সঙ্গে মিল রেখে রোজা নামাজ পালন করে থাকি। সুরেশ্বর দায়রা শরিফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ সুরেশ্বরীর (রা.) শরীয়তপুরসহ দেশের বিভিন্ন জেলায় প্রায় দেড় কোটি মুসলমান মঙ্গলবার থেকে রোজা রাখবেন।

ছায়গাও ইউনিয়নের আকছার মসজিদের ইমাম মাহাবুব আলম জানান, প্রতি বছর আমরা সউদি আরবের সঙ্গে মিল রেখে সুরেশ্বর পাক দরবার শরিফের আশেকানরা রোজা রাখি ও ঈদ পালন করে থাকি। সোমবার আমরা তারাবির নামাজ আদায় করেছি। মঙ্গলবার রোজা রাখব। এবারের তারাবিতে সরকারিভাবে বিধিনিষেধ থাকায় বেশি মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারছি না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন