শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বোরো’র বাম্পার ফলন হলেও কুমিল্লায় চলমান লকডাউনে শ্রমিক সঙ্কটে কৃষক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ৪:৪৬ পিএম

কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বোরো'র বাম্পার ফলনে কৃষকরা খুশি হলেও লকডাউন এবং রমজানের কারণে শ্রমিক সঙ্কটের আশঙ্কায় ফসল কাটা নিয়ে টেনশনে আছে তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক জানান, '২০২০-২০২১ অর্থবছরে উপজেলার কৃষি প্রণোদনা ও পূর্নবাসন কর্মসূচির আওতায় সাড়ে ৩ হাজার কৃষকের প্রত্যেককে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ দেওয়া হয় । এক হাজার ১শ’ ৯৫ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করেছি।' উপজেলায় চলতি বছর বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে তিনি আশা প্রকাশ করেন।

এক কৃষক জানান, তিন একর জমিতে প্রায় ৩শ’ মণ ধান হবে বলে আশা করি। ঝড় বৃষ্টি না হওয়ায় এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমান সরকার কৃষকবান্ধব হওয়ায় কৃষকরা অতীতের তুলনায় ধান চাষের প্রতি আগ্রহী হচ্ছে।অন্য আরেক জানান, ফসল তো ভালোই হয়েছে। তবে চলমান লকডাউন ও রোজার কারণে ফসল কাটা শ্রমিক সংকটে টেনশনে আছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন