বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আরটিভির রমজানের ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান এবার তুরস্কে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

মাহে রমজান উপলক্ষে প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিটে প্রচার হবে ইসলামী ঐতিহাসিক স্থানের ওপর বিশেষ অনুষ্ঠান আরাবী কাফেলা। অনুষ্ঠানে এবার প্রচার করা হবে তুরস্কের বিভিন্ন ইসলামী ঐতিহ্যের স্থানের বিস্তারিত বিবরণ। প্রায় ছয়শত বছর অর্ধেক দুনিয়া শাসন করা ইতিহাসে সবচেয়ে বড় ইসলামী হুকুমতের অন্যতম ঐতিহাসিক এবং গৌরবোজ্জল রাষ্ট্র তুরস্ক। এই তুরষ্কের সবচেয়ে বেশি ঐতিহাসিক স্থাপনা রয়েছে এর বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে। করোনার এই সময়ে আরটিভি টিম গিয়েছে তুরষ্কে। তুলে এনেছে তুরস্কের গৌরবময় বিভিন্ন ইসলামিক স্থাপনার তথ্যচিত্র। যার মধ্যে রয়েছে ‘আয়া সোফিয়া মসজিদ, বøু মসজিদ, আসহাবে কাহাফ, শোয়াইব (আঃ)-এর মুনাফিক কাওম ধ্বংস করার ঐতিহাসিক স্থান, আবু আইয়ুব আল আনসারী (রাঃ)-এর মাকবারা, রয়েছে পরাক্রমশালী সুলতান সুলেমানের নামে নির্মিত সুলেমানিয়া মসজিদ এবং সুলতান সুলেমান ও হুররাম সুলতান-এর কবর, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর অন্যতম প্রিয় সাহাবী ৮৪ থেকে ৯৩ বছর বয়স পর্যন্ত ইস্তাবুল জয় করার প্রচেষ্টায় যুদ্ধ করা সাহাবী আবু আইয়ুব আল আনসারী (রাঃ)-এর মাকবারা বা মাজার শরীফ’। এছাড়াও মারমারা সমুদ্র, বসফরাস প্রাণালী, দোলমা বাহাচে প্রাসাদ, নমরুদ পিলার, ইব্রাহীম (আঃ) এর কুপসহ এমন প্রায় ২৫টি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান নিয়ে তৈরি হয়েছে আরাবী কাফেলার এবারের আয়োজন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন