বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঝালকাঠিতে স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে জরিমানা

সড়কে ও বাজারে উপচেপড়া ভিড়

ঝালকাঠি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

আজ বুধবার থেকে কঠোর লকডাউনের আগের দিনে ঝালকাঠিতে বাজার ও রাস্তাঘাটে জনসাধারণের উপচেপড়া ভিড় লেগে আছে। স্বাস্থ্যবিধি না মেনেই গাদাগাদি করে কেনাকাটা করছে জনসাধারণ। মাস্ক ছাড়াই ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। এদিকে লকডাউনের খবর শুনেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে অসাধু ব্যবসায়ীরা।

ঝালকাঠি শহরের প্রধান বাজার ও চাঁদকাঠি চৌমাথা বাজার, সাধনার মোড়, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকেই মানুষের ভিড় রয়েছে। বাজারে ভিড়ের মধ্যেই কেনাকাটা করছে মানুষ। লকডাউনের খবর শুনে অনেকে এক মাসের বাজার এক দিনে করে রাখছেন। এ সুযোগে ব্যবসায়ীরাও নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে। এদিকে বাজারদর নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি মানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে তিন হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান এ তথ্য জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন