বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পরিস্থিতি পর্যবেক্ষণ করে আদালত বন্ধের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, লকডাউনের সময় আদালত বন্ধ ঘোষণা করা হবে কি না পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেয়া হবে। দেশে ভার্চুয়াল আইন হওয়ায় কোর্ট চালানো যাচ্ছে। না হলে কোর্ট বন্ধ করে দিতে হতো। এখনও ভারত-পাকিস্তানে এ আইন হয়নি। পাকিস্তানে এখনও ফিজিক্যাল কোর্ট হয়। আমরা দৈনিক পরিস্থিতি দেখছি, পর্যবেক্ষণ করছি। পরিস্থিতির আলোকে আমরা সিদ্ধান্ত নেবো। এ সময় তিনি করোনা পরিস্থিতিতে আইনজীবীসহ সবাইকে সতর্ক থাকতে বলেন।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির মধ্যে হাইকোর্টের চারটি ভার্চুয়াল বেঞ্চ চালু রাখা হয়েছে। বেঞ্চ সংখ্যা বাাড়ানোর দাবিতে আইনজীবীদের একাংশ মানববন্ধন ও মিছিল করে আসছেন। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আইনজীবী সমিতি বিচারিক আদালত চালুর জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছেন। এ পরিস্থিতিতে প্রধান বিচারপতি এ মন্তব্য করলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন