শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত ২৯জন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ৪:১৫ এএম

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ ১৩ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৮২টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১২২টি, ঝিনাইদহ জেলার ৫৭টি, চুয়াডাঙ্গা জেলার ২৪টি, মেহেরপুর জেলার ১৯টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৬০টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ২৯টি, ঝিনাইদহ জেলার ১৬টি, চুয়াডাঙ্গা জেলার ০৭টি এবং মেহেরপুর জেলার ০১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।

কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে এ আক্রান্ত ২৯ জন ব্যক্তির মধ্যে ১৫ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০৬ জন কুমারখালী উপজেলার, ০৩ জন দৌলতপুর উপজেলার, ০৩ জন খোকসা উপজেলার, ০১ জন মিরপুর উপজেলার এবং ০১ জন ভেড়ামারা উপজেলার।

এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪৩৯৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৯৮৯ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯৬ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন