শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনার দ্বিতীয় লকডাউন দক্ষিণাঞ্চলে কিছুটা কঠোর ভাবেই শুরু হয়েছে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ১:২৮ পিএম

করোনা মহামারীর ২০২১-এর দ্বিতীয় লকডাউন বুধবার সকাল থেকে দক্ষিণাঞ্চলে কিছুটা কঠোরভাবেই পালিত হচ্ছে। বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের সবগুলো জেলা ও উপজেলা সদর অনেকটাই ফাঁকা রয়েছে। স্থানীয় ও দুরপাল্লার সব ধরনের যানবাহন সম্পূর্ণ বন্ধ থাকলেও মঙ্গলবার বিকেলে যারা নানা ছোট যানবাহনে কাটা কাটা পথে ঢাকা থেকে সড়ক পথে রওয়ানা হয়েছেন, তাদেরকে বুধবার দুপুর পর্যন্তই বরিশালে পৌছতে দেখা গেছে।

লকডাউনের সাথে বাংলা নব বর্ষের ছুটির কারনেও সমগ্র দক্ষিণাঞ্চলের রাস্তাঘাট ছিল ফাঁকা। তবে বেশ কিছু মোটর বাইক কোন ধরনের বিধি নিষেধের তোয়াক্কা না করেই বরিশাল মহানগরীতে দাপিয়ে বেড়াতে দেখা গেছে। এসব বাইকের কোনটিতে ৩জন পর্যন্ত যাত্রী ছিল। ছিলনা কোন ধরনের মাস্কের ব্যবহারও। অনেকেরই হেলমেট পর্যন্ত ছিল না।

দ্বিতীয় দফার এ লকডউন শুরুর দিনটিতে রমজানের প্রথমদিনে নানা বিধি নিষেধের কারনে মসজিদগুলোতে মুসুল্লীদের ভীড় ছিল যথেষ্ঠ কম। সরকারী নিষেধাজ্ঞায় এবার কোন মসজিদে ইফতারীরও আয়োজন না হওয়ায় গরীব ও ছিন্নমূল রোজাদার সারাদিন রোজা রাখার পরে ইফতারীর সময় কিছু মুখে দিতেও পারছে না। ফলে তাদের দূর্ভোগ আর কষ্ট অনেকটাই বর্ণনার বাইরে চলে যাবে।
লকডাউনের কারনে এবার বাংলা বর্ষবরনের কোন অনুষ্ঠানও হয়নি দক্ষিণাঞ্চলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন