বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ৩:০৭ পিএম

করোনা সংক্রমণ প্রতিরোধে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকারি বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনসহ বেশ কয়েকটি ইস্যুতে পুলিশের সব ইউনিটের কর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দিলেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধ এবং পবিত্র রমজান উপলক্ষে সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নির্দেশনা দেন তিনি। বুধবার (১৪ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা।

অফিসারদের উদ্দেশে আইজিপি বলেন, সরকারি বিধিনিষেধ চলাকালে বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে যাবেন না। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে পুলিশের মুভমেন্ট পাস নিয়ে চলাচল করবেন। জরুরি কাজে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সঙ্গে সরকারি বিধিনিষেধ প্রতিপালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, খাদ্যপণ্য, ওষুধ, উৎপাদন সামগ্রী ও অন্যান্য জরুরি সেবার যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কোভিড-১৯ সংক্রমণ, লকডাউন, রমজান উপলক্ষে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন গুজব ও বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সামাজিক সম্প্রীতি নষ্ট না করতে পারে তা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন আইজিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
।।শওকত আকবর।। ১৪ এপ্রিল, ২০২১, ৩:২১ পিএম says : 0
পুলিশ যেনো ঈমানী দ্বায়ীত্ব পালন করেন।
Total Reply(0)
ম নাছিরউদ্দীন শাহ ১৪ এপ্রিল, ২০২১, ৩:৫৩ পিএম says : 0
আইজিপি মহোদয় যথার্থ নির্দেশনা কঠোরভাবে শৃংখলা ফিরিয়ে আনতে অদৃশ্য ভাইরাসের আক্রান্ত মৃত্যুরহতে দেশের মানুষ কে বাচাতে কঠোরভাবে শাসনশাস্তি জরুরী অসহায় হত দরিদ্র জনগোষ্ঠী কে মানবিক সাহায্য করতে হবে। ক্ষুদা দারিদ্রতা অসহায় মানুষের কাছে ভাইরাসের মৃত্যু আক্রান্তের ভয় নেই। এই গুরুত্বপূর্ণ মানবিক বিষয় গুলো পালনের মাধ্যমে লকডাউনের সার্থকতা ঐক্যবদ্ধ হয়ে যার যার অবস্থান হতে সাহায্য সহযোগিতার মাঝেই আইন শৃংখলা স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে ভাইরাসহতে মুক্তি পাওয়ার সম্ভাবনা নিরাপদ থাকার জন্যেইকঠোর লকডাউন জরুরী ছিল। শৃংখলার জন্যে মানবিকতার জন্যে পুলিশের শৃংখলা ইতিহাসে আপনার মত শক্তিশালী সাহসিকতার পুলিশ প্রধান বাংলাদেশ পায়নি। স‍্যার আপনি শারীরিক সুস্থতার মাঝে থাকুন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন