লকডাউনে যশোর শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা। লোকজনের চলাচল নেই। সকালে কাঁচাবাজারে কিছুটা লোকসমাগম হলেও দুপরে রাস্তাঘাট খাঁ খাঁ করছে। এতো তো তাপদাহ তারপর লকডাউনে পুলিশের কড়া নজরদারি, ব্যারিকেড এই দুয়ে পারতপক্ষে মানুষ ঘরের বের হচ্ছে না।
যশোর শহরের প্রধান সড়কগুলোর খোঁজ নিয়ে জানা গেছে, অনেকটাই জনমানবহীন। লকডাউনের প্রথম দিন যশোর শহরের বিভিন্নস্থানে চিত্র হচ্ছে জরুরি সেবা চললেও বাস্তবে একেবারে ফাঁকা। হাসপাতাল মোড়ের ওষুধ ব্যবসায়ি আশিকুর রহমান জানালেন, ওষুধের দোকান খোলা কিন্তু লোকজন চলাচল না করলে বেচাকেনা হবে কীভাবে। তাই বসে আছি বেচাকেনা নেই। কোন লোকজন আসছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন