শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে যা বলছেন নেটিজেনরা

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২১, ৪:৩২ এএম | আপডেট : ১০:১৮ এএম, ১৫ এপ্রিল, ২০২১

শুরু হলো রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। এই পুরো মাস জুড়ে প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য মহান রাব্বুল আলামীন রোজা রাখা ফরজ করেছেন। সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং ইন্দ্রীয় সুখ উপভোগ থেকে বিরত থাকার নামই রোজা।

বরকতময় এই পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্টাট্যাস দিচ্ছেন নেটিজেনরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল তার ফেইসবুকে লিখেন, ‘সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আল্লাহ্ আমাদের ঠিকমতো রোজা রাখার ও নামাজ পড়ার তৌফিক দিন। আরো ভালোমানুষ হওয়ার জন্য সাহায্য করুন। করোনাকালে আরো বেশী বেশী করে দান করার বিবেচনাবোধ দিন। জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ ভালো থাকুন, শান্তিতে থাকুন।’

সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেন, ‘মহান আল্লাহ তায়ালা আমাদের জীবনে আরো একটি রমজান উপহার দিয়েছেন এবং রোজা রাখার তৌফিক দিয়েছেন, সেজন্য তার প্রতি লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ।’

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন লিখেন, ‘বছরের সবচাইতে প্রিয় মাসটি চলে এসেছে। সকলে নিয়মিত নামাজ রোজার মধ্য দিয়ে করোনা মুক্তির জন্য মহান আল্লাহতায়ালার নিকট ক্ষমা চাই।’

সাংস্কৃতিক কর্মী সামিউল জীবন লিখেন, ‘মহান আল্লাহ আমাদের রমজানের দায়িত্ব ও কর্তব্য পালনের শক্তি দান করুন এবং এই মহামারী থেকে দ্রুত মুক্তি দিন। এই রমজান সবার মাঝে শান্তি বয়ে আনুক। আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরকে ভালোবাসি।’

জসিমের পরামর্শ, ‘ইফতারির আর সেহেরির খাবারের ছবি পোস্ট করা থেকে বিরত থাকুন! আপনার বিলাসী খাবার দেখে অন্য কেউ যেন কষ্ট না পায়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
দুলাল ১৫ এপ্রিল, ২০২১, ৮:৩১ এএম says : 0
আসুন আমরা সবাই এই রমজান উপলক্ষে বেশি বেশি ইবাদত করি
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন