আজ পহেলা বৈশাখ। শুরু হলো আরও একটি নতুন বাংলা বছর। বিদায় ১৪২৭, স্বাগত ১৪২৮। প্রতিবছর নববর্ষকে বরণ করতে থাকে নানা আয়োজন। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আজ সবাই ঘরবন্ধি।
ঘরবন্ধি এই নববর্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেন, ‘নতুন আশা নতুন প্রাণ / নতুন সুরে নতুন গান, নতুন ঊষার নতুন আলো / নতুন বছর কাটুক ভালো। নতুন কুড়ি নতুন পাতা / নতুন হিসাব নতুন খাতা, মুছে যাক পুরোন ব্যথা / ধরা দিক নতুন কথা। নতুন প্রানে নতুন গানে / নতুন সুরে নতুন টানে, নতুন করে দিচ্ছে ডাকে / এসো এসো হে বৈশাখ। ’
সঙ্গীতশিল্পী শ্রাবণী শায়ান্তনী লিখেন, ‘সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাই বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন ও সুস্থ থাকুন।’
চিত্রনায়ক জায়েদ খান লিখেন, ‘শুভ নববর্ষ -১৪২৮। করোনা মহামারি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। সবাই নিরাপদে থাকুন।’
মনির হোসাইন লিখেন, ‘শুভ বাংলা নববর্ষ ১৪২৮। করোনা মুক্ত পৃথিবীর প্রত্যাশায়। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।’
নাট্যনির্মাতা শাকিল সৈকত লিখেন, “সারা পৃথিবীকে গ্রাস করেছে মহামারি করোনাভাইরাস। এ ভাইরাসের কবলে বাংলা-বাঙালির জনপদও।মহামারির মধ্যেই এসেছে বাংলা নবববর্ষ- ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’।”
সেলিম রেজা লিখেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। কোনো শিরক, কুফরি ও অশ্লীলতা চাই না।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন