বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আবদুল মতিন খসরুর জানাজা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২১, ১১:৫১ এএম

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এবং সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা। তার জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে এই অঙ্গনে।

জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমসহ বারের জ্যেষ্ঠ আইনজীবীরা। আওয়ামী লীগের এই প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধাও জানান তারা।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় লাশবাহী ফ্রিজিং গাড়ি করে তার লাশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি চত্বরে আনা হয়। এর আগে সকালে বকশীবাজারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্টে জানাজা শেষে তার লাশ কুমিল্লায় নিয়ে যাওয়া হবে। সেখানেই দাফন করা হবে তার লাশ।

গত ১৬ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত খসরু বুধবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন