শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৭৬ জন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২১, ৫:১৭ পিএম

রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন রাজশাহী বিভাগে ২৫২ জনের করোনা শনাক্ত হয়েছিল। গতদিনের তুলনায় এদিন ৭৬ জনের কম করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ৩১১ জনে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৩৮৫ জন। জেলায় এদিন ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৫ হাজার ৮৩৭ জন। বাঘা উপজেলায় ১৯১ জন, চারঘাট উপজেলায় ১৯৮ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৮৯ জন, বাগমারা উপজেলায় ১২৩ জন, মোহনপুর উপজেলায় ১৫৪ জন, তানোর উপজেলায় ১২৫ জন, পবা উপজেলায় ৩৪৭ জন ও গোদাগাড়ীতে ১৫৮ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৪৮ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
এদিকে রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৬ জনের করোনা ভাইরাস শনাক্তের মধ্যদিে সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ৩১১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩১ জনের। এদিন নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৫ হাজার ৪৪৩ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৩৮৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮৮৯ জন, নওগাঁ ১৭৯৯ জন, নাটোর ১৪০৯ জন, জয়পুরহাট ১৪৯৮ জন, বগুড়া জেলায় ১১ হাজার ১২৪ জন, সিরাজগঞ্জ ৩১৩২ জন ও পাবনা জেলায় ২০৬৫ জন। মৃত্যু হওয়া ৪৩১ জনের মধ্যে রাজশাহী ৬০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ৩০ জন, নাটোর ১৫ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৭১ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৮ হাজার ৭৫০ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন