শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জম্মু কাশ্মীরে রোজার হালচাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ১২:০৬ এএম

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও শুরু হয়েছে পবিত্র রমজান। দেশটির কোটি কোটি মুসলমান পানাহার থেকে বিরত, নামাজ পড়া আর ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আশায় পালন করছে পবিত্র এ মাসটি। মুসলিম-অধ্যুষিত রাজ্য জম্মু কাশ্মীরেও পালিত হচ্ছে পবিত্র রমজান। তবে, মহামারি করোনা নতুনভাবে আঘাত হানায় সবার মধ্যেই কাজ করছে আতঙ্ক। করোনার কারণে নিয়মনীতি মেনে চলতে মুসলিম সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে দেশটির সরকার। মাসটি ঘিরে ব্যস্ত সময় পার করছেন মুসলিম-অধ্যুষিত রাজ্য জম্মু কাশ্মীরের ব্যবসায়ীরা। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন বসেছেন তারা। সেহরি ও ইফতারের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন রোজাদাররাও। জম্মু কাশ্মীরের এক রোজাদার বলেন, আলহামদুলিল্লাহ পবিত্র এ মাসটি আবার আমাদের মাঝে এসেছে। কিন্তু মহামারি করোনা আমাদের মাঝে এখনো আছে। ভাইরাসটি দ্রুত চলে যাক এই দোয়ায় করছি আমরা। এক ব্যবসায়ী বলেন, এই মাস মহিমান্বিত; যা আমাদেরকে খারাপ কাজ থেকে দ‚রে রাখে। পবিত্র এ মাসে সারা বিশ্বের জন্য আমাদের দোয়া করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। ভারতের মোট জনসংখ্যার প্রায় ১৪ শতাংশ মুসলিম। সংখ্যার হিসেবে ২০ কোটি। ইকোনমিক টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন