বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ক্ষতিগ্রস্তদের ১০ লাখ মার্কিন ডলার দেবে জাপান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ১০:৪০ এএম

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনায় প্রায় ৮ কোটি ৪৭ লাখ ৬৫ হাজার (১০ লাখ মার্কিন ডলার) সহায়তা দেবে জাপান। গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে।

জাপান দূতাবাস জানায়, রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা জাপান সরকার বাংলাদেশ সরকারের মাধ্যমে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে। এ অর্থ ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, স্যানিটেশন ও আশ্রয়ণে সহায়তা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৪ মার্চ উখিয়ার বালুখালীর ৮-ডব্লিউ ক্যাম্পে আগুন লাগে। পরে পাশের ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পেও আগুন ছড়িয়ে পড়ে। সরকারি হিসাবে, এ ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। তবে জাতিসংঘ শরণার্থী সংস্থা ১৫ জনের মৃত্যু হয়েছে বলে তথ্য দিয়েছে।

ওই অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ৯ হাজার ৩০০ বসতঘর এবং আনুমানিক ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের দুই শতাধিক বসতবাড়ি ও স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন