বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এবার আলোচনায় নিশো-মেহজাবীন জুটির ‘মহব্বত’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ১১:৩৩ এএম

পর্দায় আফরান নিশো-মেহজাবীন চৌধুরীর জুটি নিয়ে দর্শকের মধ্যে এক উত্তেজনা কাজ করে। জনপ্রিয় এই জুটি এবার অভিনয় করেছেন পবিত্র রমজান মাসকে উপলক্ষ্য করে নির্মিত ‘মহব্বত’ শিরোনামের একটি নাটকে। সিএমভি’র প্রযোজনায় ‘মহব্বত’ নামের নাটকটি উন্মুক্ত হয় ১০ এপ্রিল। প্রকাশের পর থেকে নাটকটি এখন সোশ্যাল মিডিয়ায় রয়েছে আলোচনার শীর্ষে।

মুক্তির ৬ দিনে নাটকটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৩৩ লাখ! সবচেয়ে ‍উল্লেখযোগ্য দিক, নাটকটির কমেন্ট বক্সে দর্শকদের পজিটিভ মন্তব্য। যেমন নজির সাম্প্রতিক সময়ের কোনও কনটেন্টের বেলায় দেখা যায় না। ২৬ হাজার মন্তব্য পড়েছে এরমধ্যে ৯৮ ভাগই পজিটিভ।

নাটকের গল্পে দেখা যায়, মফস্বল শহরের বখাটে যুবক আফরান নিশো। সারাদিন বন্ধুদের নিয়ে আড্ডা মারে আর মেয়েদের উত্ত্যক্ত করে। অন্যদিকে হাজি সাহেবের যোগ্য মেয়ে মেহজাবীন। যার দুটো চোখ ছাড়া সবই পর্দায় থাকে। সেই মেহজাবীনের ওপর নজর পড়ে নিশোর। তখনই বাধে বিপত্তি। ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘গ্রামে বা মফস্বল শহরে এমন অসংখ্য চরিত্র আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এসব চরিত্র নিয়ে নেতিবাচক গল্পই বেশি দেখি। তবে এই নাটকের মাধ্যমে বিশেষ একটি দিক তুলে ধরার চেষ্টা করেছি। এতে যেমন ভিন্ন একটি গল্প আছে, তেমনি দারুণ একটি বার্তাও আছে দর্শকদের জন্য। সম্ভবত সে কারণেই দর্শকদের কাছ থেকে আশাতীত সাড়া পাচ্ছি।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই নাটকটি আসলে সামাজিক ও ধর্মীয় কমিটমেন্টের জায়গা থেকে করা। আমি বিশ্বাস করি, নাটক-সিনেমা হলো সমাজের আয়না। সেই আয়নাতে যত বেশি পজিটিভ বিষয় তুলে ধরতে পারবো- ততোই দেশের জন্য মঙ্গল। আর সেটি যখন দর্শকরা গ্রহণ করেন, তখন মনে হয় আমরা সুপথেই আছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
Fardin Aspi ১৬ এপ্রিল, ২০২১, ৭:০৮ পিএম says : 0
দেখেছি, চমৎকার অভিনয়, চমৎকার অভিজ্ঞতা।
Total Reply(0)
MD Hanif Janu ১৬ এপ্রিল, ২০২১, ৭:০৮ পিএম says : 0
সেই রকম একটা নাটক
Total Reply(0)
Rafiqul Islam Rony ১৬ এপ্রিল, ২০২১, ৭:০৮ পিএম says : 0
একটা মেয়ে ইচ্ছে করলে যে একটা খারাপ ছেলেকে ভালোপথে আনতে পারে তার জলন্ত উদাহরণ এই নাটকটি।
Total Reply(0)
Mohammad Saidul ১৬ এপ্রিল, ২০২১, ৭:০৮ পিএম says : 1
যত্তসব ফালতু অভিনেতা অভিনেত্রী, এদের অভিনয় দেখলেই বমি আসে
Total Reply(0)
Firoz ১৬ এপ্রিল, ২০২১, ৭:৪১ পিএম says : 0
সমাজ পরিবর্তনের জন্য কাজ করবে। এমন নাটক
Total Reply(0)
মাওলানা আজিজুল হক মিয়া ১৬ এপ্রিল, ২০২১, ১০:৫৪ পিএম says : 0
ভালই লাগল। এই নাটকের মাধ্যমে সমাজে গাজাখুর সিগারেট খুর প্রজন্মের সংখ্যা কমবে।
Total Reply(0)
মাওলানা আজিজুল হক মিয়া ১৬ এপ্রিল, ২০২১, ১০:৫৪ পিএম says : 0
ভালই লাগল। এই নাটকের মাধ্যমে সমাজে গাজাখুর সিগারেট খুর প্রজন্মের সংখ্যা কমবে।
Total Reply(0)
Misbahul Mostakim ১৯ এপ্রিল, ২০২১, ৪:২০ এএম says : 0
আমার দেখা সব থেকে ভালো ১টা নাটক আমি এই ২ জুটি খুব ভালোবাসি মেহজাবিন আপু এবং নিসো ভাইয়া
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন