শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানের সেই মসুলের মসজিদটি পুনর্নির্মাণ হচ্ছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ২:১০ পিএম

সন্ত্রাসীরা ২০১৭ সালে গুঁড়িয়ে দিয়েছিল ইরাকের মসুল শহরের বিখ্যাত আল-নুরি মসজিদটি। ঐতিহাসিক এ স্থাপনাটি পুনর্নির্মাণের অংশ হিসেবে নকশা জমা দিতে ২০২০ সালের নভেম্বরে প্রতিযোগিতার আয়োজন করেছিল ইউনেসকো। সে প্রতিযোগিতায় জয়ী হয়েছে মিসরের আট স্থপতির একটি দল।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থাটি বৃহস্পতিবার প্রতিযোগিতার ফল প্রকাশ করে।

প্রাচীন শহরটির পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে মসজিদ পুনর্নির্মাণের কাজ শুরু করছে ইউনেসকো।

দ্বাদশ শতাব্দীতে নির্মিত মসজিদটি হেলানো মিনারের জন্য প্রসিদ্ধ। আইএসের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরাকি সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের (মসুল যুদ্ধ) সময় এটি ক্ষতিগ্রস্ত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন