শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফেনীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৯১ জনে দাঁড়ালো

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ৪:৫১ পিএম

ফেনীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় ফেনীতে আরোও ১৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৯১ জনে দাঁড়ালো। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩৮ জন। মৃত্যুবরণ করেছে ৫২ জন। জেলা স্বাস্থ্য বিভাগ আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ফেনী থেকে পাঠানো ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৪ টি নমুনার ফলাফল পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ৯ জন, ছাগলনাইয়া উপজেলায় ২ জন ও দাগনভূঞা উপজেলায় ৩ জন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রদত্ত তথ্যমতে জানা যায়, এ পর্যন্ত ফেনী জেলায় মোট ১৭ হাজার ৭০৮টি নমুনার মধ্যে ১৭ হাজার ৪২৫টি নমুনার ফলাফল পাওয়া যায়। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৭.৪৫ শতাংশ। সুস্থতার হার প্রায় ৭৫.৬৩ শতাংশ।

সূত্র আরোও জানায়, আজ পর্যন্ত আইসোলেশনে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা ৬৭১ জন, এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৬৬১ জন, বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০ জন। গত বছরের ১৬ এপ্রিল ছাগলনাইয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন