বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু কুরবানী দিয়েছেন বিএনপি নেতা মো: মামুন বিন আব্দুল মান্নান।
ময়মনসিংহের নান্দাইলে একটি ষাঁড় গরু কুরবানী দিয়ে মামুনের পক্ষে গরুর গোশত স্থানীয় গরিব, দুঃস্থ মানুষ ও এতিমদের মাঝে বিতরণ করা হয়।
ময়মনসিংহ-৯ আসনের বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী মামুন বিন আব্দুল মান্নান। তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন, এছাড়াও তিনি নানাবিধ অসুস্থতায় ভুগছেন। তার সুস্থতা কামনা করে দেশনেত্রীর জানের সাদকা হিসেবে একটি গরু কুরবানী করে স্থানীয় দরিদ্র মানুষ ও এতিমখানায় বিতরণ করা হয়। তার সার্বিক সহযোগিতায় নান্দাইল বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের তত্ত্বাবধানে শুক্রবার(১৬ এপ্রিল) এতিম খানা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী ছাড়াও সবার কাছে দোয়া কামনা করেন মামুন বিন আব্দুল মান্নান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন