বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যোগী রাজ্যে মাস্ক ছাড়া বেরুলেই জরিমানা ১০ হাজার রুপি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ৮:৩৫ পিএম

ভারতে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে লাশের সংখ্যা। উত্তরপ্রদেশের পরিস্থিতি তার থেকে আলাদা নয়। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার নির্দেশ দিয়েছে যোগী সরকার। আগামী রবিবার থেকে সমগ্র উত্তরপ্রদেশ জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আগামী রবিবার জরুরি পরিষেবা ছাড়া সমস্ত অফিস, দোকানপাট বন্ধ রাখা হবে। রাজ্য জুড়ে সমস্ত সরকারি, বেসরকারি অফিসগুলিকে জীবাণুমুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। এ ছাড়া সংক্রমণ রোখার জন্য মাস্ক ছাড়া বাইরে বার হলেই ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার নির্দেশও রয়েছে। প্রথম বার যারা মাস্ক ছাড়া বাইরে বার হবেন তাঁদের দিতে হবে এক হাজার টাকা এবং দ্বিতীয় বারের জন্য নিয়ম ভাঙলে গুণতে হবে ১০ হাজার টাকা। এ ছাড়া বেশি সংক্রমিত জেলাগুলি যেমন লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর, গাজিয়াবাদ, মেরঠে প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত কার্ফু জারি করেছেন যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা লক্ষাধিক। গত ২৪ ঘণ্টায় সাড়ে ২২ হাজার নতুন সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১০৪ জনের। সূত্র : আনন্দবাজার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন