শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হংকংয়ে গণতন্ত্রপন্থী জিমি লাইয়ের কারাদন্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইকে ১৪ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। অনুমতি না নিয়ে সমাবেশ আয়োজনের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেওয়া হয়। ২০১৯ সালে গণতন্ত্রপন্থীদের বড় ধরনের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া অ্যাক্টিভিস্টদের সঙ্গে আদালতে হাজির করা হয় কোটিপতি লাইকে। ৭৩ বছরের এই ব্যবসায়ী অ্যাপল ডেইলি-এর প্রতিষ্ঠাতা। এই পত্রিকাটি চীনের কট্টর সমালোচক।

হংকংয়ের অধিকার ও স্বাধীনতার বিরুদ্ধে চীনের ক্রমাগত নজরদারি বৃদ্ধির প্রেক্ষাপটে জিমি লাইয়ের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হলো।
শুক্রবার আরও বেশ কয়েকজন অ্যাক্টিভিস্টকে ২০১৯ সালের ১৮ ও ৩১ আগস্ট দুটি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সাজা দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন প্রবীন প্রচারক মার্টিন লি (৮২), আইনজীবী মার্গারেট এনজি (৭৩)। মার্গারেটের সাজা বাতিল করা হয়েছে। সূত্র : বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন