শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজবাড়ীতে ডিভাইডারের সাথে সংঘর্ষে প্রাইভেটকার ভস্মীভূত

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা : গতকাল শুক্রবার ভোরে ঢাকা-খুলনা মহা-সড়কের রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর রেলগেট এলাকায় ডিভাইডারের সাথে সংঘর্ষে একটি প্রাইভেটকার ভস্মিভূত হয়েছে। সেই সাথে ওই কারের মালিক মেজর (অব:) শাকিল হোসেন গুরুতর আহত হয়েছেন।
জানাগেছে, মেজর (অব:) শাকিল হোসেন নিজে তার ওই প্রাইভেটকার চালিয়ে খুলনা থেকে রাজধানী ঢাকায় ফিরছিলেন। এ সময় তার সাথে ছিলেন ব্যবসায়িক পাটনার ও বন্ধু আসাদুল হোসেন শামিম। গতকাল ভোর ৪টার দিকে তাদের গাড়িটি ঢাকা-খুলনা মহা-সড়কের রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছলে ডিভাইডারের সাথে সংঘর্ষ বাঁধে। এতে গাড়িটি কয়েক গজ দুরের রেললাইনের মধ্যে গিয়ে পড়ে এবং আগুন ধরে যায়। খবর পেয়ে রাজবাড়ীর ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মারাতœক ভাবে আহত হন মেজর (অব:) শাকিল হোসেন। জেলা সদরের আহলাদীপুর হাইওয়ে থানার ওসি ইমদাদুল হক বিশ্বাস জানিয়েছেন, গতকাল সকালে রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এবং ফরিদপুরের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সাজিদ হোসেনসহ উদ্ধর্তন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেজর (অব:) শাকিল হোসেনকে সকালে হেলিকপ্টারে করে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ সময় লাইসেন্সকৃত ১২ রাউন্ড ভর্তি একটি বন্দুক উদ্ধার করা সম্ভব হলেও খোয়া গেছে আরেকটি ১০ রাউন্ড গুলি ভর্তি পিস্তল। আহত শাকিল রাজধানী ঢাকার উত্তরার বাসিন্দা। তার পিতার নাম কর্ণেল আলতাফ হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন