লকডাউন উপেক্ষা করে ঘোরাঘুরি, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাসহ স্বাস্থ্যবিধি উপেক্ষার অভিযোগে খুলনা মহানগরী ও জেলায় ৬০ জনকে ৩৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
খুলনা মহানগরে আজ শনিবার সারাদিন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া, আরিফুল ইসলাম, দেবাশীষ বসাক, এস এম রাসেল ইসলাম নূর, নূরী তাসমিন ঊর্মি, তাহমিনা সুলতানা নীলা, মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, হামিদা মোস্তফা, জাকিয়া সারোয়ার লিমা এবং সৈয়দ রেফাঈ আবিদ এর নেতৃত্বে মোট ৬টি টিম মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৪ জনকে ছাব্বিশ হাজার চারশ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে জেলার বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা ও দিঘলিয়া উপজেলায় নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) গণ মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৬ জনকে বারো হাজার তিনশ টাকা জরিমানা করেন।
এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, আনসার, এপিবিএন ও র্যাবের সদস্যরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন