বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফিলিস্তিনিদের প্রতি বেড়েছে ইসরাইলি সহিংসতা : জাতিসঙ্ঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

জাতিসঙ্ঘের মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্কতা জানিয়ে বলেছেন, সম্প্রতি কয়েক মাসে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর শারীরিক আক্রমণ ও সম্পতি ধ্বংসসহ ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা মারাত্মকভাবে বেড়ে গেছে। বুধবার সংস্থাটির অধীন মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দফতর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের প্রথম তিন মাসে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীরা ২১০টিরও বেশি সহিংসতার ঘটনা ঘটিয়েছে। এ সময় এক ফিলিস্তিনির মৃত্যুও হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০২০ সালে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ৭৭১টি সহিংসতার ঘটনা ঘটায়। ওই সকল সহিংসতায় ১৩৩ জন ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হন। প্রতিবেদনে জানানো হয়, হেবরন, জেরুসালেম, নাবলুস ও রামাল্লায় এই সকল সহিংসতার ঘটনা বেশি ঘটেছে। সহিংসতার এই ঘটনায় ফিলিস্তিনিদের নয় হাজার ছয় শ ৪৬টি গাছ এবং ১৮৪টি গাড়ি ধ্বংস হয়। মিডল ইস্ট মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন