বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নান্দাইলে লকডাউন না মানায় ৩০ পথচারী ও ব্যবসায়ীকে জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২১, ৮:২২ পিএম

ময়মনসিংহের নান্দাইলে করোনা মহামারি প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন না মানায় ৩০ পথচারী ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার উপজেলা পৌর শহরসহ বিভিন্ন হাট-বাজারে লকডাউন কার্যকরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাহফুজুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় লকডাউন অমান্য করায় ও স্বাস্থ্যবিধি না মানায় ৩০ পথচারী ও ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮ হাজার ৭শ ৫০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.এরশাদ উদ্দিন বলেন, করোনা মহামারি প্রতিরোধে লকডাউন কার্যকর করতে এবং জনসাধারণকে সচেতন করতে আমাদের নিয়মিত এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন