শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শ্যামনগরে বিজ্ঞানীর বাড়িতে ডাকাতি

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

শ্যামনগরে অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে স্বণালংকার, টাকা পয়সা লুট করেছে ডাকাতরা।
উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামে গত শুক্রবার দিবাগত গভীর রাতে ডাকাতি হয়েছে। আমেরিকা প্রবাসী বাঙালি অণুজীব বিজ্ঞানী ড. আবু সিদ্দিকীর গ্রামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ি থেকে ২৪ ভরি সোনার গহনা, নগদ ৩ লাখ টাকা ও জমির দলিলপত্র লুট করে নিয়ে গেছে।

ডাকাতির সময় হাজী আশরাফ আলীর বড় ছেলে আব্দুস সাত্তার বাড়িতে ছিলেন। তিনি জানান, শুক্রবার রাত ১২ টার পরে মুখোশ পরা পাঁচজন ডাকাত তাদের বাড়ির পশ্চিম দিকের পুরনো ভবনের কাঠের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এরপর অস্ত্রের মুখে তাদের তিনজনকে জিম্মি করে একটি অন্ধকার কামরায় আটকে রাখে। এ সময় ডাকতরা বাড়ির কোথায় কী আছে জানতে চায়। একপর্যায়ে বাড়ির সবকিছু তছনছ করে ডাকাতরা। ডাকাতরা চারটি আলমারি, দুইটি ওয়ারড্রপ, স্টিলের ড্রাম ভেঙে সেখান থেকে জমির সকল দলিলপত্র, নগদ ৩ লাখ টাকা এবং ২৪ ভরি সোনার গহনা লুট করে পালিয়ে যায়।

খবর পেয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) কাজী শহীদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে উল্লেখ করে ওসি তদন্ত জানান, ঘটনার তদন্ত করে দ্রæত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন