বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চিত্রনায়ক ওয়াসিমের ইন্তেকাল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ৪:২৪ এএম | আপডেট : ১০:৫১ এএম, ১৮ এপ্রিল, ২০২১

সত্তর ও আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক মেজবাহউদ্দীন আহমেদ ওয়াসিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান।

তিনি বলেন, ৭৪ বছর বয়সী ওয়াসিম কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মাসখানেক ধরে তিনি হাঁটাচলাও করতে পারছিলেন না।

১৯৭২ সালে প্রখ্যাত চিত্র পরিচালক এস এম শফীর 'ছন্দ হারিয়ে গেলো' চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি; সেই চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয়ও করেন।

পরবর্তীতে ১৯৭৪ সালে 'রাতের পর দিন' চলচ্চিত্রে মধ্য দিয়ে নায়ক হিসেবে অভিষেক ঘটে তার। সত্তর ও আশির দশকজুড়ে ফোক ফ্যান্টাসি ও অ্যাকশন চলচ্চিত্রে শীর্ষ নায়কদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

দি রেইন, ডাকু মনসুর, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশমন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমানসহ শতাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন