শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বঙ্গোপসাগরের মহীসোপান বাংলাদেশের : জাতিসংঘে ভারতের আপত্তি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ৯:০৩ এএম

বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে জাতসিংঘে আপত্তি জানিয়েছে ভারত। জানা যায়, বঙ্গোপসাগরে বাংলাদেশের মহীসোপানের দাবির বিষয়ে জাতিসংঘে আপত্তি তুলেছে ভারত।

দেশটির দাবি, সমুদ্রপৃষ্ঠের যে বেসলাইনের ভিত্তিতে বাংলাদেশ মহীসোপান নির্ধারণ করেছে, তা ভারতের মহীসোপানের একটি অংশ। শুক্রবার জাতিসংঘের মহীসোপান নির্ধারণসংক্রান্ত কমিশনে (সিএলসিএস) ভারত এই আপত্তি জানায়।

ভারতের আগে এ বছরের জানুয়ারিতে বাংলাদেশের দাবির বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে মিয়ানমার। কিন্তু বাংলাদেশের দাবির প্রতি আপত্তি জানায়নি দেশটি। বাংলাদেশ আইনগতভাবে মহীসোপানের যতটা প্রাপ্য, তা থেকে নিজেদের অংশ বলে দাবি করছে দুই প্রতিবেশী দেশ।

প্রসঙ্গত, ২০১১ সালে জাতিসংঘের কাছে মহীসোপানের দাবির বিষয়ে বাংলাদেশ আবেদন জানায়। গত বছরের অক্টোবরে ওই দাবির বিষয়ে সংশোধনী জমা দেয় বাংলাদেশ।

শুক্রবার জাতিসংঘের সিএলসিএস ওয়েবসাইটে প্রকাশিত ভারতের আপত্তিপত্রে বলা হয়েছে, বাংলাদেশ ভূখণ্ডের যে বেসলাইনের ওপর ভিত্তি করে মহীসোপান নির্ধারণ করেছে, সেটির মাধ্যমে ভারতের মহীসোপানের একটি অংশ দাবি করছে বাংলাদেশ। এ ছাড়া বঙ্গোপসাগরে যে ‘গ্রে এরিয়া’ রয়েছে, সেটির বিষয়ে বাংলাদেশ কোনো তথ্য দেয়নি। ‘গ্রে এরিয়া’ হচ্ছে বঙ্গোপসাগরে একটি ছোট অংশ, যেখানে পানির মধ্যে যে সম্পদ রয়েছে, যেমন মাছ, সেটির মালিক ভারত; কিন্তু মাটির নিচে যে খনিজ পদার্থ আছে, সেটির মালিক বাংলাদেশ। এই অংশের পরিমাণ প্রায় ৯০০ বর্গকিলোমিটার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
habib ১৮ এপ্রিল, ২০২১, ৯:৩৮ এএম says : 0
unara naki abar bangladesher bondu?
Total Reply(0)
Saiful Alom Nazrul ১৮ এপ্রিল, ২০২১, ২:০৪ পিএম says : 0
ভারত আপত্তি করার সাহস পায় কই?
Total Reply(0)
Hannan Kabir ১৮ এপ্রিল, ২০২১, ২:০৪ পিএম says : 0
এতে আশ্চর্য হওয়ার কি আছে? ৭১ পরবর্তী ভারত তো এভাবেই করে আসছে।
Total Reply(0)
Rakib Miyaji ১৮ এপ্রিল, ২০২১, ২:০৪ পিএম says : 0
বন্ধু দেশের আপত্তি থাকাটা স্বাভাবিক
Total Reply(0)
MD Mahabub Howlader ১৮ এপ্রিল, ২০২১, ২:০৫ পিএম says : 0
ভারত সবসময়ই নিজেদের স্বার্থ রক্ষা করে
Total Reply(0)
Salman Julkarnine ১৮ এপ্রিল, ২০২১, ২:০৭ পিএম says : 0
কই নেতারা।। বন্ধু রা কি বলে দেখে না?? যদিও দেখেও না দেখার ভান করেও ভালোই আছেন তারা।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন