শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত ১২ হাজার ছাড়াল

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ১০:১৬ এএম

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন আরও ৭৬ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১২ হাজার ১০ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৯৯ জন।
শনিবার (১৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ২৩ জন, সদরে ১৪ জন, বন্দরে ১১ জন, সোনারগাঁয়ে ১৪ ও রূপগঞ্জে ১৪ জন আক্রান্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১০০ জন ও আক্রান্ত ৪ হাজার ৬৫৮ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৩৭ জন ও আক্রান্ত ২ হাজার ৪৮৮ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭২১ ও মারা গেছেন ৮ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৮৪২ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ১১৫ জন ও মারা গেছেন ৩৬ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৬ জন।
জেলায় এই পর্যন্ত মোট ৯৫ হাজার ৬৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪০ জনের।
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৯ হাজার ৭১৩ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩ হাজার ৭৬৮ জন, সদর উপজেলার ২ হাজার ১০৩ জন, রূপগঞ্জের ১ হাজার ৬৭৪ জন, আড়াইহাজারের ৭৪৮ জন, বন্দরের ৫৩৫ ও সোনারগাঁয়ের ৮৮৫ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন