শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দিদিকে ‘এক্স’ বলার জায়গা নেই: মমতা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ১১:২৭ এএম

জনগণের প্রয়োজনেই রাজ্যে তার সরকার থাকবে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মানুষের মনোভাব বুঝি। ছোট থেকে রাজনীতি করি।’ তার দাবি, দুই তৃতীয়াংশ আসন নিয়ে আবারও ক্ষমতায় আসছে তৃণমূল। শনিবার (১৭ এপ্রিল) নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম বলছে, ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্লোগান ‘এবার বিজেপি’। তার সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির রাজ্য নেতারাও বলছেন, তৃণমূল সরকার এ বার চলে যাবে।

শনিবার বর্ধমানের সভা থেকে এর জের ধরেই প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে মমতা বলেন, ‘বলছেন, দিদি চলে যাবে। দিদি যাবে না। দিদি থাকবে। তুমি জেনে রেখে দাও মোদিবাবু, আগামী দিনে তুমি যাবে। দিদিকে ‘এক্স’ (প্রাক্তন) বলার জায়গা নেই। ওটা দিদির স্বেচ্ছামৃত্যু। তোমাকে তো আমরা ‘এক্স’ করবই। বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাব।’

এ দিন পূর্ব বর্ধমানের গলসি ও পূর্বস্থলীতে দুটি নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে তিনি বলেন, ‘সিপিএমের হার্মাদ আর আমাদের কিছু গদ্দার ভেবেছিল, বিজেপিকে ক্ষমতায় আনবে। এত সস্তা? বিজেপি গোল্লা পাবে। আমি সারা বাংলা ঘুরেছি। বিজেপি কোথাও আসছে না। মানুষ বিজেপিকে বিশ্বাস করে না, ভালবাসে না।’

ভোটের প্রথম দু’টি পর্বের পর থেকেই রাজ্যে ২০০ আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে একাধিক সভায় দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সেই প্রসঙ্গে বিজেপি নেতৃত্বকে খোঁচা দিয়ে মমতা বলেন, ‘বলে, ১০০ আসন, পাব, ২০০ আসন পাব। বলো, তুমি ৫০০ আসন পাবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন