শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বর্বরতা না থামালে ইসরাইলের অনুদান বন্ধ করুন : ম্যাককুলাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

ফিলিস্তিনিদের ওপর বর্বরতা না থামালে ইসরাইলের অনুদান বন্ধ করার আহবান জানালেন মার্কিন কংগ্রেসওম্যান বেটি ম্যাককুলাম। মিনেসোটা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের এ নেত্রী দীর্ঘদিন ধরেই ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে সরব। খবর আরব নিউজ। পশ্চিমতীরে ফিলিস্তিনি শিশুদের ওপর অমানবিক নির্যাতন চালানোর অভিযোগে মার্কিন পার্লামেন্টে ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে বিল উত্থাপনেরও ঘোষণা দিয়েছেন ম্যাককুলাম। ডেমোক্র্যাট দলের এ নেত্রী বলেন, সময় এসেছে ইসরাইলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে কথা বলার, তাদের রুখে দাঁড়াবার। প্রথম পদক্ষেপ হিসেবে তিনি ইসরাইলকে দেওয়া মার্কিন অনুদান বন্ধ করে দেওয়ার সুপারিশ করেন। তিনি বলেন, মার্কিন জনগণের টেক্সের টাকা দিয়ে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে দিতে পারি না ইসরাইলকে। তাই তাদের অনুদান দেওয়ার আগে শর্তারোপ করতে হবে— ভবিষ্যতে যাতে কখনও মানবাধিকার লঙ্ঘন না করে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএস এইডের মাধ্যমে ইসরাইলকে প্রতি বছর ৩.৮ বিলিয়ন ডলার অনুদান দিয়ে আসছে। আরব নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন