শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তারাবির নামাজে গুলিতে একই পরিবারের নিহত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

আফগানিস্তানে মসজিদে তারাবির নামাজের সময় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একই পরিবারের আটজন নিহত হয়েছেন। শনিবার রাতে দেশটির পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে এই ঘটনা ঘটেছে। প্রদেশটির গভর্নর জিয়াউল হক আমারখিল জানিয়েছেন, শহরের জালালাবাদে বন্দুক হামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধে এ হত্যার ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে আমারখিল বলেন, তারাবির নামাজের সময় গুলি চালানো হয়। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, জমি নিয়ে বিরোধে এই ঘটনা ঘটেছে। আফগানিস্তানে জমিজমা নিয়ে প্রায়ই বিরোধ হয়ে থাকে। আফগানিস্তানে প্রতিশোধমূলক হত্যা সাধারণ ঘটনা। বিচারপ্রার্থী পরিবারের সদস্যরা প্রায়ই সহিংস পথ অবলম্বন করে থাকে প্রতিপক্ষের বিরুদ্ধে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ আনোয়ার আলী ১৯ এপ্রিল, ২০২১, ৪:০২ এএম says : 0
মুসলিম দেশে এজাতীয় ঘটনা দুঃখজনক
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন