বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অনলাইন শাড়ি ব্যবসায় বিজরী বরকতউল্লাহ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজরী বরকতউল্লাহ শাড়ির ব্যবসা শুরু করেছেন। অনলাইনে শুরু করা তার এই ব্যবসার নাম ‘মাই ক্লোসেস্ট স্টোরিস’। তার এই শাড়ির পেজটিতে একটু ভিন্নধর্মী ও ভালো মানের শাড়ি পাওয়া যাবে বলে জানান এ বিজরী। তিনি বলেন, আমি আর আমার বন্ধু মিলে শাড়ির পেজটি খুলেছি। ছোট পরিসরে শুরু করেছি। ভালোলাগা থেকে চালু করা। মন পরিবর্তনের জন্য এই ধরনের কিছু নিয়ে ব্যস্ত থাকা দরকার বলে মনে হচ্ছিল। এদিকে, লকডাউনের মধ্যে আপাতত শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিজরী বলেন, এখন শুটিং বা অনুষ্ঠান করতে চাই না। কারণ যথেষ্ট ভুগেছি করোনা নিয়ে। আর চাচ্ছি না। শুটিংয়ে একদমই স্বাস্থ্যবিধি মানা যায় না। যেহেতু আমার বাসায় শ্বশুর-শাশুড়ি আছেন। তাই আমাদের অনেক সাবধানতা অবলম্বন করে চলতে হয়। সবশেষ গত মাসে দুটি ধারাবাহিক ও একটি অনুষ্ঠানে পারফরমেন্স করেছেন বিজরী বরকতউল্লাহ। একটি অনিমেষ আইচের ‘এখানে কেউ থাকে না’। অন্যটি ‘বাবা থাকে বাসায়’।
নৃত্য চর্চার প্রতি বিজরী বরকতউল্লাহ সবসময় গুরুত্ব দিলেও বাবার অনুপ্রেরণায় অভিনয়ে আসেন। ১৯৮৮ সালে বিটিভির ‘সুখের ছাড়পত্র’ নামের একটি নাটকে শখের বশে অভিনয় করেন। তারপর থেকেই অভিনয় করছেন। বাবা মোহাম্মদ বরকতউল্লাহ প্রযোজিত হুমায়ুন আহমেদ রচিত বিটিভি’র তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’ ছিল বিজরীর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন