বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পঁচা ও দূগন্ধযুক্ত দিনাজপুরের প্রসিদ্ধ কাঠারী চাল পলিশ করে বাজারজাত : দোকানীকে ৫০ হাজার টাকা জরিমানা

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ৮:১৭ পিএম

পালিশ ও রৌদ্রে শুকিয়ে পচা খাওয়ার অনুপযুক্ত চালকে বাজারজার করার অভিযোগে দিনাজপুরেএক চাল দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে শহরের বড়বন্দর রেল বাজার এলাকায় মেসার্স আদর্শ চাউল ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২৩ বস্তা পালিশ করা আতপ চাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাগফারুল হাসান আব্বাসী। এসময় আদর্শ চাউল ঘরের স্বত্বাধিকারী খন্দকার শওকত আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও জানান, পোলাওয়ের চাউল হিসাবে পরিচিত দিনাজপুরের প্রসিদ্ধ কাঠারী জাতের পঁচা ও দূর্গন্ধযুক্ত চাল পুনরায় পলিশ বাজারজাত করা হচ্ছিল। আর এসবের সাথে জড়িত বেশ কিছু মিল মালিক বলে দাবী করা হয়। চাল ৪০টাকায় কিনে পালিশ করার পরে ৮০ থেকে ১০০টাকা পর্যন্ত বিক্রি করা হতো। সে ভ্রাম্যমান আদালতে নিজের অপরাধ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় তাকে ৫০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় দিনাজপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল ইসলাম ও সিএসিডি গুদামের ম্যানেজার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন