শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জামায়াত আমীর মাওলানা মঈনুদ্দিনসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১০:২৮ এএম

নারায়ণগঞ্জে হেফাজতের হরতালের নামে সহিংসতা ভাংচুর অগ্নিসংযোগের নাশকতার মামলায় মহানগর জামায়েত ইসলামীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত একটায় ফতুল্লা থানার তল্লা এলাকার নিজ বাড়ি থেকে নারায়ণগঞ্জ মহানগর জামায়েত ইসলামীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদকে পুলিশ গ্রেফতার করে।
একই সময় বিএনপি নেতা মোঃ ইসলাম ও জামায়েত ইসলামীর সদস্য মোঃ জনিকে পুলিশ গ্রেফতার করে। এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানিয়েছেন, রাতে তাদের গ্রেফতার সিদ্ধিরগঞ্জ থানায় নেওয়া হয়েছ
সকালে তাদের আদালতে পাঠানো হবে। গ্রেফতার হওয়া তিনজনই হেফাজতের হরতালের নামে সহিংসতা ভাংচুর অগ্নিসংযোগের নাশকতার মামলার এজাহারভুক্ত আসামী।
উল্লেখ্য, গত ২৮ মার্চ সারা দেশে হেফাজত ইসলামের ঢাকা হরতালে নামে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড সানারপাড় ও চিটাগাং রোড সড়কে গাড়িতে অগ্নিসংযোগ ভাংচুর চালিয়ে সড়ক অবরোধ করে সহিংসতা চালায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩২ জনের নাম উল্লেখ করে ৮ টি মামলা দায়ের করা হয়। এ ৮ মামলায় পুলিশ এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন