বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‌আমি যেন রোজা, নামাজ ও কোরআন পড়তে পারি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ৩:০৬ পিএম

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানি চলাকালে বিচারক মামুনুলকে বলেন, ‘আপনার কি কিছু বলার আছে?’ জবাবে মামুনুল বিচারককে উদ্দেশ্য করে বলেন, ‘আমি প্রতি রমজান মাসে ৬ বার কোরআন শরীফ খতম দেই। রমজান মাস পবিত্র মাস। এই মাসে আমি যেন রোজা, নামাজ ও কোরআন পড়তে পারি তার সুযোগ করে দেয়ার জন্য আবেদন করছি।’


এর আগে, আজ সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টা ৪৩ মিনিটের দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে থেকে মামুনুলকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।এদিন ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Sabbir ১৯ এপ্রিল, ২০২১, ৪:০০ পিএম says : 2
এই রমযান মাসে সরকারের এই ধরনের কাজগুলো করা ঠিক হচ্ছে না,আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
Total Reply(0)
Kawsar ১৯ এপ্রিল, ২০২১, ৮:১৩ পিএম says : 3
এই রমজান সারা বৎসরের বরকতময় সময়ে আলেমদের সাথে এমন আচরণ আল্লাহ সহ্য করবেনা আল্লাহ উত্তম ফয়সালার অধিকারী
Total Reply(0)
শওকত আকবর ২২ এপ্রিল, ২০২১, ৯:৪০ এএম says : 1
রোজা নামাজ কোরান তেলাওয়াত করতে কেউ ই বারন করবেনা।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন