শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী বিভাগে ৩০ হাজার ছাড়িয়েছে করোনা শনাক্তের সংখ্যা নতুন শনাক্ত ১৫৬ জন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ৫:১১ পিএম

রাজশাহী বিভাগের ৮টি জেলায় ৩০ হাজার ছাড়িয়েছে করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩০ হাজার ১৬ জন। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৫৩৭ জন। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৫ হাজার ৯৮২ জন। বাঘা উপজেলায় ১৯১ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৮৯ জন, বাগমারা উপজেলায় ১২৩ জন, মোহনপুর উপজেলায় ১৫৯ জন, তানোর উপজেলায় ১২৫ জন, পবা উপজেলায় ৩৪৭ জন ও গোদাগাড়ীতে ১৫৮ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৫৫ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
এদিকে বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৬ জনের করোনা ভাইরাস শনাক্তের মধ্যদিয়ে সংখ্যা পৌঁছেছে ৩০ হাজার ১৬ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৪০ জনের। এদিন নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৫ হাজার ৮৬৫ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৫৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৯০০ জন, নওগাঁ ১৮৭৭ জন, নাটোর ১৪৫৪ জন, জয়পুরহাট ১৫৩৭ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৪১৮ জন, সিরাজগঞ্জ ৩১৫৭ জন ও পাবনা জেলায় ২১২৬ জন। মৃত্যু হওয়া ৪৪০ জনের মধ্যে রাজশাহী ৬০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ৩২ জন, নাটোর ১৫ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৭৬ জন, সিরাজগঞ্জ ২০ জন ও পাবনায় ১২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৯ হাজার ৩৮১ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন