শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ড. ইউনূসকে যে কারণে প্রধানমন্ত্রীর ‘বিশেষ দূত’ করার প্রস্তাব করলেন ডা. জাফরুল্লাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ৬:৫৩ পিএম

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিশেষ দূত’ করার প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার এক চিঠির মাধ্যমে তিনি এই প্রস্তাব দেন।

কিন্তু ডা. জাফরুল্লাহ ঠিক কী কারণে এই প্রস্তাব দিলেন? চিঠি থেকে জানা গেল, করোনার (কোভিড-১৯) টিকা উৎপাদন সুবিধার জন্য তিনি এই প্রস্তাব দিয়েছেন।এ বিষয়ে চিঠিতে ডা. জাফরুল্লাহ বলেন, ‘ট্রিপস চুক্তির বাধ্যতামূলক লাইসেন্সের মাধ্যমে ভ্যাকসিন উৎপাদন সুবিধা সৃষ্টির জন্য নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূসকে আপনার বিশেষ দূত করে ইউরোপে পাঠানো হোক। করোনা মহামারি নিয়ন্ত্রণে এই প্রস্তাবসহ ১১টি প্রস্তাব দিয়েছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Tareq Sabur ১৯ এপ্রিল, ২০২১, ১১:৫৮ পিএম says : 0
একজন অবৈধ প্রধানমন্ত্রীর বিশেষ দুত করার প্রস্তাব করে ড:জাফরুল্লাহ প্রকারান্তরে ড:ইউনুসের মানহানি করার চেষ্টা করলেন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন