বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তাইওয়ান-ইরানে ভূকম্পন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তাইওয়ানের পূর্ব উপক‚লের পার্বত্য এলাকায় আঘাত হানল শক্তিশালী দুটি ভূমিকম্প। রোববার ৫ দশমিক ৮ মাত্রা এবং ৬ দশমিক ২ মাত্রার দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিবিসি জানায়, রোববার প্রথম ভূমিকম্পে রাজধানী তাইপের বাড়িঘর কেঁপে ওঠে। এর মাত্র তিন মিনিট পরই সেখানে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। পরপর দুটি ভূমিকম্পে ওই এলাকার বাসিন্দা আর পর্যটকরা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। অপরদিকে, ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইরানে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুশেহরে এই ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, স্থানীয় সময় রোববার বেলা ১১টা ১১ মিনিটে বন্দরনগরী জিনাভেহর ২৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূ-কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের পর কয়েকটি আফটার শক অনুভূত হয়েছে। এর ফলে ওই এলাকার বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ভূকম্পনের কেন্দ্রস্থল থেকে ১০০ কিলোমিটার দূরে বুশেহর পারমাণবিক কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রয়টার্স, এবিসি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন