বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিটিংয়ে নগ্ন হয়ে হাজির এমপি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

অনলাইন অ্যাপ জুমে কানাডার পার্লামেন্টের এক বৈঠক চলছিল। সে বৈঠকে দেশটির এক আইনপ্রণেতা নগ্ন অবস্থায় হাজির হয়ে বিতর্কের মুখে পড়েছেন। জুমে বৈঠক চলাকালীন হঠাৎ ল্যাপটপের ক্যামেরা ঘুরে যাওয়ায় দেখা যায়, ওই আইনপ্রণেতা নগ্ন অবস্থায় আছেন। যদিও বিব্রতকর এই পরিস্থিতির জন্য সহকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এহেন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়া কানাডার পার্লামেন্টের ওই সদস্যের নাম উইলিয়াম আমোস। লিবারেল এই এমপি বলেছেন, আমি সত্যিই দুর্ভাগ্যজনক একটি ভুল করে ফেলেছি। অবশ্যই আমি এটি নিয়ে বিব্রত। গত বৃহস্পতিবার কানাডার হাউস অব কমন্সে এই ঘটনার পর এক টুইট বার্তায় ক্ষমাও চান তিনি। তিনি বলেন, জগিং থেকে ফেরার পর অফিসের পোশাক পরার সময় আমার ল্যাপটপের ক্যামেরাটি দুর্ঘটনাক্রমে ঘুরে যায়। আমি হাউস অব কমন্সের আমার সব সহকর্মীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এটি সত্যিই একটি ভুল এবং এ ধরনের ঘটনা আর ঘটবে না। এ ঘটনার পর কুইবেকের এই আইনপ্রণেতা ভার্চুয়াল ওই বৈঠকে কোনো বক্তৃতা করেননি। তবে হাউস অব কমন্সের নীতিমালা অনুযায়ী নগ্ন অবস্থায় কেউই পার্লামেন্টের বৈঠকে অঙ্ক নিতে পারেন না। পার্লামেন্টের বিতর্কে অঙ্ক নেওয়ার জন্য কোনো ধরনের পোশাক বিধি নির্ধারন করেনি কানাডা। তবে বিতর্কে অঙ্ক নেওয়া পুরুষ বক্তাদের অবশ্যই সাময়িকভাবে জ্যাকেট, শার্ট এবং টাই পরতে হয়। হাফপোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন