শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মানিকগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

মানিকগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, অধিক মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চার প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সোমবার এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মানিকগঞ্জ জেলা অফিসের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, জেলা প্রশাসক মানিকগঞ্জ এস এম ফেরদৌসের নির্দেশনায় সিংগাইর উপজেলার চান্দহর, জামির্ত্তা ও মানিকনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মানিকগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, প্রদর্শিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা আরোপ করা হয়েছে।

এছাড়াও বাজারে উপস্থিত ক্রেতা বিক্রেতাদের মাস্ক পরিধান নিশ্চিত করতে সচেতন করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা বাজার কমিটির কর্মকর্তা, আনসার ব্যাটালিয়নের সদস্য। তিনি আরো জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন