শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভবিষ্যত বিশ্বব্যবস্থার পথ নির্ধারণ করবে ইন্দো-প্যাসিফিক অঞ্চল : ইইউ কাউন্সিল সভাপতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ৯:১৭ পিএম

ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল বলেছেন, ভবিষ্যত বিশ্বব্যবস্থার পথ নির্ধারণ করবে ইন্দো-প্যাসিফিক অঞ্চল। রাইসিনা সংলাপে এক ভাষণে তিনি আরও বলেন, ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব এ অঞ্চলে ভূ-রাজনৈতিক কৌশলের মূল ভিত্তি এবং এই সম্পর্ক আরও উন্নয়নের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। –ইয়ন, পিটিআই

ইইউ কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল বলেন, বহু কারণে ভবিষ্যত বিশ্বব্যবস্থার চালিকাশক্তি হিসেবে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নির্ধারণ করবে। তিনি বলেন, আমাদের সাধারণ স্বার্থে এটি দেখানো প্রয়োজন যে বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় গণতান্ত্রিক এবং উন্মুক্ত মডেল সবচেয়ে শক্তিশালী। মূল ভূ-রাজনৈতিক অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরের স্বাধীনতা, উন্মুক্ততা এবং স্থিতিশীলতায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি বড় অবদান রয়েছে এবং এ অঞ্চলের জন্য একটি কৌশলগত পদ্ধতি হতে চলেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন