শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বানারীপাড়ায় এক পরিবারের ইসলাম গ্রহণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

বরিশালের বানারীপাড়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের চার জন। উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের আবাসনে বসবাসরত গিতা রানী বৈদ্ধ তার তিন সন্তান নিয়ে গত সোমবার ইসলাম গ্রহণ করেন। বরিশাল মোকাম নোটারী পাবলিক কার্যালয়ে হলফনামায় নিজের নাম গিতা রানীর পরিবর্তে মুন্নি বেগম, মেয়ে সাথী বৈদ্ধ’র পরিবর্তে সাথী আক্তার, ছেলে সৌরভ বৈদ্ধ’র পরিবর্তে শুভ হাওলাদার ও সবুজ বৈদ্ধ’র পরিবর্তে আরিফ আহমেদ নাম রেখে ইসলামকে ভালোবেসে ধর্মান্তরিত হন। মুন্নি বেগম বলেন, আমি স্বেচ্ছায় ইসলাম ধর্মকে ভালোবেসে হিন্দু ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে ইসলাম ধর্মকে গ্রহণ করেছি। তাছাড়া কয়েক বছর পূর্বে আমার বড় ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে। আমার পরিবারের পাঁচজনই এখন মুসলমান। তিনি আরো বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করায় আমার এক ভাসুর ও আবাসনে বসবাসরত তিনটি হিন্দু পরিবার বিভিন্ন সময় উপহাস করে কথা বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন