বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরবনের রাজু বাহিনীর প্রধান গ্রেফতার

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

সুন্দরবনে দস্যুবৃত্তিতে ফেরার প্রস্তুতিকালে রাজু বাহিনীর প্রধান রাজু মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি করে একটি দেশী বন্দুকের বাট ও একটি অস্ত্রের বোল্ট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রূপসা থানায় মামলা হয়েছে। গ্রেফতার রাজু রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের মো. শাহাদাত মোল্লার ছেলে।

২০১৭ সালে খুলনায় র‌্যাবের হাতে অস্ত্র জমা দিয়ে রাজু ও তার বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেছিল। কিছুদিন পূর্বে জেল থেকে ছাড়া পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে না এসে পূর্বের জীবনে ফিরে যাওয়ার জন্য জনবল সংগঠিত করার চেষ্টা করছিল বলে জানান রূপসার থানার ওসি সরদার মোশাররফ হোসেন।
গতকাল সাংবাদিকদের তিনি বলেন, সুন্দরবনের বনদস্যু রাজু বাহিনীর প্রধান রাজু মোল্লাকে বন্দুকের বাটসহ গ্রেফতার করা হয়েছে। তার নামে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্রসহ কয়েকটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১৮ এপ্রিল বিকালে নিজ বাড়ি থেকে দস্যু রাজু মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি করে একটি বন্দুকের বাট ও একটি অস্ত্রের বোল্ট উদ্বার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন