বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামোয় শীর্ষে এরিকসন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

২০২০ সালে বৈশ্বিক ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামোয় এরিকসন বাজারে শীর্ষ বলে মনোনীত করেছে শীর্ষস্থানীয় ব্যবসায়িক পরামর্শক প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সালিভান। সারা বিশ্বের যোগাযোগ সেবাদাতাদের সাথে ১৩০টিরও বেশি বাণিজ্যিক ফাইভজি চুক্তি এবং বিশ্বজুড়ে ৮৩টি লাইভ ফাইভজি নেটওয়ার্ক রয়েছে এরিকসনের। সর্বশেষ ফ্রস্ট রাডারের তথ্য অনুযায়ী ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো বাজারে শীর্ষে আছে এরিকসন। এক্ষেত্রে, ফোরজি নেটওয়ার্ক অবকাঠামো বাজারে তাদের বর্তমান নেতৃত্বকে কাজে লাগিয়েছে এরিকসন। ফ্রস্ট অ্যান্ড সুলিভানের তথ্য অনুযায়ী, ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো বাজারের মধ্যে রয়েছে রেডিও অ্যাক্সেস নেটওয়ার্কস (আরএএন), ট্রান্সপোর্ট নেটওয়ার্ক এবং কোর নেটওয়ার্ক, যার মধ্যে এক বা একাধিক এজ নেটওয়ার্ক অন্তভ‚ক্ত থাকতে পারে।

ফ্রস্ট অ্যান্ড সালিভান তাদের সর্বশেষ প্রতিবেদনে একশ’রও বেশি অংশগ্রহণকারী বৈশ্বিক ইন্ডাস্ট্রির মধ্য থেকে শীর্ষ ২০টি প্রতিষ্ঠানকে বেছে নেয়। এই প্রতিষ্ঠানগুলো সামগ্রিকভাবে বাজারে নেতৃত্ব দেয়, বাজারের একটি বিভাগে নেতৃত্ব দেয়, অথবা তাদেরকে নির্দিষ্ট বিভাগে শীর্ষস্থানীয় বলে গণ্য করা হয়। ফ্রস্ট রাডার একটি নির্দিষ্ট ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠানগুলোর বাজারে অবস্থান প্রকাশ করে। এক্ষেত্রে, তারা তাদের গবেষণা পদ্ধতিতে প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধি ও উদ্ভাবন স্কোর ব্যবহার করে থাকে।

এরিকসন বাংলাদেশের প্রধান আবদুস সালাম বলেন, ফ্রস্ট অ্যান্ড সালিভানের ফ্রস্ট রাডার দ্বারা শীর্ষস্থান স্বীকৃতি প্রাপ্তি আমাদের প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব, বাজার প্রতিযোগিতা, উদ্ভাবন এবং গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে। সেরা মানের পণ্য সমাধান দেয়ার লক্ষ্যে আমরা সব সময় গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) জোর দিয়েছি। আমরা গ্রাহকদের চাহিদা পূরণে আমাদের ফোরজি/ফাইভজি পোর্টফোলিও নির্মাণ চালিয়ে যাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন