শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অসময়ে সউদি আরবজুড়ে বন্যা, হাইল ও আসিরে তুষারপাত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ১১:৩৯ এএম

মরুর দেশ সউদি আরবে হঠাৎ করে দেখা দিয়েছে বন্যা আর তুষারপাত। একদিনে ভারি বৃষ্টি অন্য দিকে তুষারপাত এটা অস্বাভাবিক ঘটনা।

সউদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণে বন্যা সৃষ্টি হয়েছে। অপরদিকে তুষারপাতে ঢেকেছে দেশটির উত্তরের হাইল ও দক্ষিণের আসির প্রদেশের কিছু অঞ্চল। এর আগে শনিবার দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে মক্কা, আল-আকিক ও অন্য অঞ্চলের ভারি বর্ষণে বন্যার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় হাইল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আসির প্রদেশের তুষারপাতে সৃষ্ট বরফের স্তূপের ছবি ও ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সামাজিক যোগাযোগমাধ্যমের চিত্রে দেখা যায়, সউদি আরবের বৃহত্তম আগ্নেয়গিরি ক্ষেত্র হাইলের হাররাত বানি রাশিদের পাহাড়ি অঞ্চল পুরু বরফে ঢেকে গিয়েছে।

এছাড়া আসিরের আবহা, খামিস মুশায়িত, তানুমা ও আল-নামাসসহ বিভিন্ন শহরের বাসিন্দারা তুমুল বৃষ্টিপাতের সাথে তুষারপাতও প্রত্যক্ষ করেন।

সউদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেট্রোলজি জানিয়েছে, তারা জিজান, আসির, আল-বাহা ও মক্কাতে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা করছেন। সূত্র : আল-আরাবিয়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন