বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টাঙ্গাইলে অবৈধ পলিথিন কারখানায় অভিযান, সিলগালা-জরিমানা

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ৩:৩৭ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে কারখানাটি সিলগালা এবং ম্যানেজার ও জায়গার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রৌহায় অবৈধ পলিথিন কারখানায় এ অভিযান পরিচালনা করেন কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। এসময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাত করণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার ম্যানেজারকে ১০ হাজার টাকা ও জমির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫০ কেজি পলিথিন উৎপাদনের কাঁচামাল পিপি দানা, ৩০০ কেজি পলিথিন এবং ২ টি বোলিং মেশিন ও ১ টি কাটিং মেশিনসহ কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন