শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীতে সড়কে বেড়েছে গাড়ী চলাচল, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ৬:১১ পিএম

ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন। বিভিন্ন সড়কে বেড়েছে গাড়ীর সংখ্যা। হাট বাজারে রয়েছে মানুষের সমাগম। এদিকে জনগনকে স্বাস্থ্য বিধি মানাতে তৎপর রয়েছে প্রশাসন। কয়েকটি স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। সিএনজি, মোটরসাইকেল ও অটোরিকশায় আসা যাত্রীদের ঘর থেকে বের হওয়ার সঠিক কারণ দেখাতে না পারলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আইন অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করা হয়েছে জরিমানা।

মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশিত লকডাউন ও জনগনকে স্বাস্থ্যবিধি মানতে সোমবার রাত পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ১২টি দল। এসময় সরকারি নির্দেশ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯২টি মামলায় ৭০হাজার ১শত টাকা জরিমানা করা হয়েছে। জনগনকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন